১০ ডিসেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে ছাত্রদলের মানববন্ধন

সিরাজগঞ্জে ছাত্রদলের মানববন্ধন

সিরাজগ‌ঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সিরাজগঞ্জ সরকা‌রি ক‌লেজ ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সক‌ল ১১ টার দি‌কে সিরাজগঞ্জ সরকা‌রি ক‌লেজ ছাত্রদলের আয়োজনে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী এবং সকল নাগরিকের মুক্তির দাবি ও নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনটি সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী এস এম জুয়েল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জুনায়েদ হোসেন সবুজ বলেন, দেশে যে সকল গুম, হত্যা ও নির্যাতন হয়েছে তা আন্তর্জাতিক মহলে উপস্থাপন করে এর সুষ্ঠু বিচার করতে হবে । তাই দেশের সকল মানুষকে সোচ্চার হবার জন্য জেলা   জেলা ছাত্রদ‌লের পক্ষ থেকে আহ্বান জানান।

এ সময় মানববন্ধনটিতে আরো বক্তব্য রাখেন.সিরাজগঞ্জ শহর ছাত্রদলের যুগ্ন আহবায় মোঃ আকাশ শেখ  সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী, মোহাম্মদ রোমান আলিফ  অনার্স চতুর্থ বর্ষের  ছাত্র  জেলা ছাত্রদলের যুগ্নসাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক, পার্থী, ফয়সাল মারুফ প্রমুখ।

এসময় সিরাজগঞ্জ জেলা ছাত্রদল ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।