৯ ডিসেম্বর, ২০২৪

চিলমারীতে আন্তর্জাতিক দূনীতি বিরোধী দিবস পালিত

চিলমারীতে আন্তর্জাতিক দূনীতি বিরোধী দিবস পালিত

“দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে গতকাল সোমবার আন্তর্জাতিক দূনীতি বিরোধী দিবস’২৪ পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে কমিটির সহ-সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ কুমার বসাক, বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু তাহের, চিলমারী প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, সিনিয়র সাংবাদিক ও লেখক নাজমুল হুদা পারভেজ, সাংবাদিক হুমায়ুন কবীর, মনিরুল ইসলাম লিটু, সিডিডিএফ পরিচালক লুৎফর রহমান প্রমূখ।

মুক্ত/এসএ