জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মন্তাজ আলী (৪৫) নামে এক কৃষক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় শামসুল হক (৭০) নামে একজন আহত হয়েছে। শুক্রবার (০৬) ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলার নরুন্দি ইউনিয়নের শ্রী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মন্তাজ আলী ওই এলাকার মৃত জোনাব আলীর ছেলে। আহত শামসুল হক একই এলাকার মৃত আকবর আলী ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মন্তাজ আলীর সাথে পূর্ব থেকে প্রতিবেশী আক্তার মিয়া (৬০) জমি সংক্রান্তে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে সকালে সালিশ হয়। সালিশে স্থানীয়রা সরকারি আমিন দিয়ে মেপে জমি মন্তাজ আলীদের বুঝিয়ে দেয়। সেই জমিতে মন্তাজ আলীরা বীজতলা তৈরি করতে গেলে প্রতিপক্ষ আক্তার মিয়ার লোকজন অতর্কিত হামলা করে।
এ হামলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে দুইজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহত মন্তাজ আলীকে মৃত ঘোষণা করেন। আহত শামসুলহক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো.আতিক ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন নিহতের মরদেহ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যা মামলা দায়ের এর প্রক্রিয়া চলছে।