বগুড়ার ধুনটে মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষার্থীর ২টি খড়ের খাদায় অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরের পর ক্ষতিগ্রস্থ মসজিদের ইমাম ওয়ায়েজ কুরুনী বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর ইউনিয়নের পিপুলবাড়ীয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ওয়ায়েজ কুরুনী নিজ গ্রামের মসজিদের ইমাম। তার ছোট ভাই জিব্রাইল হোসেন ধুনট শহরের একটি মাদ্রাসার শিক্ষার্থী। অন্যান্য দিনের ন্যায় বুধবার রাতে পরিবারের লোকজন নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন।
এ অবস্থায় ওই রাতের কোন এক সময় দূর্বৃত্তরা দুই ভাইয়ের বাহির বাড়িতে রক্ষিত ২টি খড়ের গাদায় অগ্নিসংযোগ করে। এ সময় ঘুম থেকে উঠে বাড়ির লোকজন খড়ের গাদার আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেন। এতে দুই ভাইয়ের প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনায় ওয়ায়েজ কুরুনী বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তবে ওই অভিযোগে কোন আসামির নাম উল্লেখ নেই। এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।