সবাই মিলে ষড়যন্ত্র মোকাবেলার কথা বলেছে বিএনপি। পাশাপাশি দ্রুত সংস্কার করে নির্বাচনের দাগ তাগিদেও দেয়া হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় জাতীয় ঐক্যের লক্ষ্যে প্রধান ও প্রতিষ্ঠার সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
বৈঠকটি অনুষ্ঠিত হয় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বৈঠক করেন।
বৈঠকে অংশ নেন ৫ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে বেরিয়ে খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, দেশের অস্তিত্ব রক্ষার জন্য রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা চাইতে প্রধান উপদেষ্টা আলোচনা করেছেন। বৈঠকে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এর সাথে বৈঠকে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার প্রশ্নের সবাই একই ধরনের মন্তব্য করেছেন বলে উল্লেখ করেন খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, 'ডিসেম্বরে আমরা বিজয় লাভ করেছি লাখ রক্তের বিনিময়ে... স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, গণতন্ত্রের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য। পথিক সরকার বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিদেশে যে দেশ সেই প্রতি সরকারকে সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে সবাই অক্ষমতা প্রকাশ করেছেন।'
তিনি আরো বলেন, ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা অপচেষ্টা হচ্ছে। জনগণ যেভাবে ভাইয়া আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারকে বিদায় করেছে তাদের সহযোগিতাকারী ও তাদের ষড়যন্ত্রকে সেভাবে মোকাবেলা করা হবে।
মুক্ত/অরআই