২ ডিসেম্বর, ২০২৪

মিরাজ অধিনায়ক, সাকিব-শান্তকে বাদ রেখে ওয়ানডে দল ঘোষণা

মিরাজ অধিনায়ক, সাকিব-শান্তকে বাদ রেখে ওয়ানডে দল ঘোষণা

এবারই প্রথম ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে মেহেদী মিরাজকে দেখা যাবে। চোটে আক্রান্ত হয়ে মাঠের বাইরে আছেন নাজমুল হাসান শান্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারছেন না তিনি। ওয়ানডে সিরিজেও দেখা যাবে না তাকে। তাই অধিনায়কের জায়গায় আপাতত মেহেদী মিরাজকেই দেখা যাবে।

আজ সোমবার মেহেদী মিরাজকে ওয়ানডে দলের অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শানজমুল শান্তর অনুপস্থিতিতে টেস্টের পর ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন মিরাজ। গত মাসে শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন মেহেদী মিরাজ।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন সাকিব আল হাসান। তিনি খেলার মতো মানসিক অবস্থায় নেই বলে তাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে রাখছে না বিসিবি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষণা করা দলে নেই সাকিব আল হাসানও।

চোটে পড়ে বাংলাদেশের রান মেশিন খ্যাত মুশফিকুর রহিমও ওয়ানডে দলের বাইরে আছেন। একই কারণে মাঠের বাইরে আছেন ব্যাটার তাওহিদ হৃদয়।

টাইগার শিবিরে চোটের হানায় ওয়ানডে দলে নিয়মিত অনেক খেলোয়ার নেই। একারণে দলে কয়েকটি পরিবর্তন করেছে বিসিবি। একবছর অপেক্ষার দলে ফিরে আফিফ হোসেন। তিনি সবশেষ ২০২৩ সালে ডিসেম্বরে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন।

তবে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পাওয়া গতি দানব নাহিদ রানাকে এই সিরিজে রাখা হয়েছে।

আগমী ৮, ১০ ও ১২ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েনডে ম্যাচ খেলবেন মেহেদী মিরাজরা। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে।

মুক্ত/আরআই