১ ডিসেম্বর, ২০২৪

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক-বাবরসহ সব আসামী খালাস

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক-বাবরসহ সব আসামী খালাস

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফর রহমান বাবরসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকাের্ট। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল।

ওই হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন), আপিল ও জেল আপিলের ওপর রায় ঘোষণা হয়। একই সঙ্গে বিচারিক আদালতের রায় অবৈধ ঘোষণা করা হয়।

এর আগে শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের রোববারের কার্যতালিকায় রায়ের জন্য মামলা দুটি (ডেস রেফারেন্স, আপিল ও জেল আপিল) ৫৪ ও ৫৫ নম্বর ক্রমিকে রয়েছে।

এর আগে ২১ নভেম্বর হাইকোর্টের একই বেঞ্চ আসামিদের ডেস রেফারেন্স ও আপিলের ওপর শুনানি গ্রহণ শেস করেন। সেদিন আদালত মামলা দুটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখেন।

তারই ধারাবাহিকতায় রায়ের জন্য মামলা দুটি আদালতের রোববারের কার্যতালিকায় উঠলো।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধঅনী ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই হামলার ঘটনায় দায়ের করা মামলায় (হত্যা ও বিস্ফোরক মামলা) ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ রায় দেন।

রায়ে বিএনপির সাবেক স্বরাষ্ট প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবার ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন ও ১১ জানের বিভিন্ন মেওয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত।

ওই রায়ের পর ২০১৮ সালে মামলা দুটির নথিপত্র হাইকোর্টে পৌঁছায়। এটি সংশ্লিষ্ট শাখায় ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়।

মুক্ত/আর আই