সোরাগাঁও ছাত্র সংগঠনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইলান খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় সোনারগাঁও উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় নাটাবাড়ি ফুটবল একাদশকে ৪-৫ গোলে পরাজিত করে বগুড়া সাজ্জাদ ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সেবা নার্সিং হোমের স্বত্ত্বাধিকারী ডাঃ এসএইচএম শাহ্ আলী।
খেলা পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব তাজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, ডাঃ শফিকুর রহমান খোকন, ডাঃ সাখাওয়াত হোসেন, ব্যবসায়ী আরিফুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সামাদ।
আলোচনা সভা শেষে উভয় দলের খেলোয়াড়দের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।