৩০ নভেম্বর, ২০২৪

চশমা

চশমা

কয়েকদিন ধরে 
নতুন কিছু লিখবো ভাবছি
বড় বিপদে পরা গেল 
নতুন কোন শব্দ নেই
রিসেট বাটনের মত উধাও সব

কি নিয়ে লিখবো? 
প্রকৃতি?? 
সেতো জীবন বাবুর শ্রাবস্তির 
কারুকার্যে খচিত 

প্রেম?
সেটা রবি ঠাকুর সমাপ্তি করে গেছেন

বিদ্রোহ? 
সেটা তো সেই কবেই ঝাকড়া চুলের
বাবরি তে আটকে আছে

ছড়া?
নাহ? 
একটু বড় হয়ে গেছি কিনা
ওসব ও আসছেনা ইদানিং 

রাজনীতি? 
হুম!!! 
সেখানে আবার হাত পা বাধা।

মনস্তত্ত্ব?
সেটা নিয়ে লিখলে আবার
অনেকেই সুচিত্রা সেনের 
আদি নিবাস খোঁজ করবে

অবশেষে চশমা নিয়ে লিখবো 
ঠিক করলাম
পাওয়ার ঠিকই আছে 
অথচ কেমন ঝাপসা চারপাশ 
অথবা স্পষ্ট দেখেও
 কি যেন আড়াল করার ব্যর্থ প্রচেষ্টা। 

যা দেখতে চাইনা
সেটাই দেখা হয়ে গেলো 
অথচ কেউ সেটা না দেখানোর 
রসালো অভিনয়ে
বেশ খোস মেজাজে আছে।
অথবা কিছুটা ভয়ে,কিছুটা বেদনায়।

আমি আবার চশমাটা ঠিক করি
আমাদের দু:ভারাক্রান্ত, বুভুক্ষু, অস্থির  পৃথিবীতে 
প্রজাপতিরা ভালবাসার পাখা মেলে 
মধু খেয়ে উড়ুক
রঙিন ফুলে ফুলে 
আমরা এর চেয়ে বেশি 
আর কিছু দেখতে চাইনা।

চশমা 
২৭.১১.২৪
রাজশাহী

মুক্ত/আর আই