৩০ নভেম্বর, ২০২৪

বাংলাদেশের ছন্দহীন ব্যাটিংয়ে বার বার পরাজয়! ঘুড়ে দাঁড়ানোর আশা

বাংলাদেশের ছন্দহীন ব্যাটিংয়ে বার বার পরাজয়! ঘুড়ে দাঁড়ানোর আশা

বাংলাদেশের সাম্প্রতিক ম্যাচগুলোর দিকে তাকালে নাজেহাল পারফরর্মই চোখে পড়বে। তবে ক্রিকেটে হতাশার কিছু নেই। যেকোনো সময় যেকোনো পরিস্থিতি সামনে এসে হাজির হতে পারে।

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১ রানের বড় পরাজয় বরণ করতে হয়েছে টাইগারদের। তবে দ্বিতীয় ম্যাচে জয় আনতে মরিয়া মেহেদী মিরাজরা। শনিবার বাংলাদেশ সময় রাত ৯ টায় জ্যামাইকার কিংস্টনের সাবিনা পার্কে দ্বিতীয় টেস্ট শুরু হবে।

এর আগে পাকিস্তানে গিয়ে সাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করে প্রশংসায় ভাসতে থাকে বাংলাদেশ ক্রিকেট। এর পর ভারত ও ঘরের মাঠে দক্ষিণ বিপক্ষে টানা ৫টি টেস্ট হেরে নাজেহাল পরিস্থিতে পড়তে হয়েছে টাইগার শিবিরকে। এখন আবার ওয়েস্ট ইন্ডিজের বড় পরাজয়ে সিরিজ শুরু হয়েছে। 

তাসকিনদের অগ্নিঝড়া বোলিং ক্যারিবীয় শিবিরে কাঁপন ধরালেও বড় ব্যার্থতা আসছে ব্যাটিংয়ে। নির্বিষ ভ্যাটিং বার বার দলকে পরাজয়ের দিকে ঠেলে দিচ্ছে। এতে ম্লান হয়ে যাচ্ছে বোলিংদের চোখ জুড়ানো পার্ফরম।

বিস্তারিত আসছে...