২৯ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জে অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় ১শ ৩ গ্রাম হেরোইনসহ সজল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। বৃহস্পতিবার (২৮ ন‌ভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পদ্মা এক্সপ্রেস ট্রেনের ‘ঝ’ বগির ৮৯ নম্বর আস‌নে অভিযান চালিয়ে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ১টি মোবাইল ফোন ও নগদ ১হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত সজল রাজশাহী জেলার মাদারপুর গ্রা‌মে‌র মো. ইন্তাজ আলীর ছে‌লে।

মদক ব্যবসায়ী সজলের বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মুক্ত/আর আই