তালায় ছেলের বাঁশের আঘাতে ছবিজান (৮০) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে চিকিৎসাধিন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। এঘটনায় পলাতক রয়েছেন অভিযুক্ত কাশেম খাঁ তার স্ত্রী রোজিনা বেগম ও শ্বশুর মো. মুকুল।
স্থানীয় সূত্রে জানাগেছে, বাড়ির চলাচলের পথ নিয়ে নিহত ছবিজানের দুই সন্তান বিল্লাল ও কাশেমের মধ্যে কোন্দল চলছিল। একপর্যায়ে আপন দুই ভাই সপ্তাহখানেক আগে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বিল্লালকে রক্ষায় এগিয়ে এলে ছবিজানকে মাটিতে ফেলে আঘাত করেন তার সন্তান কাশেম খাঁ, পুত্রবধূ রোজিনা বেগম ও বেয়াই মো. মুকুল হোসেন। বিল্লাল ও অভিযুক্ত কাশেম খাঁ সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের দোহার গ্রামের মৃত আলীম উদ্দীনের ছেলে।
বিল্লাল হোসেন বলেন, পিতার মৃত্যুর পর বৃদ্ধা মা, তারা ৩ ভাই ও ৪ বোন পৈত্রিক ৭২ শতক জমি স্থানীয় ভাবে সালিসের মাধ্যমে বাটোয়ারা করে ভোগ দখল করছিলেন। সর্বশেষ গত ৯ ও ১০ নভেম্বর এই জমি এবং রাস্তা বন্ধ করা নিয়ে মাপ জরিপ হয়। এতে ক্ষিপ্ত হন তার ভাই কাশেম। ক্ষুদ্ধ হয়ে পরদিন ১১ নভেম্বর কাশেম খাঁ শ্বশুর বাড়ির লোকজন নিয়ে পরিকল্পিত ভাবে বৃদ্ধা মা ছবিজান বেগমকে গাছের সাথে বেঁধে মারপিট করেন।
অভিযুক্ত কাশেম খাঁ পলাতক থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মুক্ত/আই