২২ নভেম্বর, ২০২৪

ধুনটে সেলাই মেশিন বিতরণ

ধুনটে সেলাই মেশিন বিতরণ

বগুড়ার ধুনট উপজেলায় ১১জন হতদরিদ্র নারীকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে আনুষ্ঠানিক ভাবে তাদের মাঝে সেলাই মেশিন গুলো হস্তান্তর করা হয়।

এরআগে তিনমাস ব্যাপী এই ১১জন নারীকে বিনামূল্যে দর্জি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এমসিসি বাংলাদেশ এর সহযোগীতায় মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির জন্য খাদ্য নিরাপত্তা ও জীবিকায়ন জোরদারকরণ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদান হয়। 

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মতলুবর রহমান। পরে তিনি প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন গুলো বিতরণ করেন।

এরআগে মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের নির্বাহি পরিচালক এটিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর নাহার,  এমসিসি বাংলাদেশ এর কো-অর্ডিনেটর আরেফুর রহমান, প্রোগ্রাম অফিসার রোজিনা মূর্মূ ও এসএফএসএলভি প্রকল্পের প্রজেক্ট অফিসার আবুল বাশার।