ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা পুলিশ বিশেষ অভিযানে হত্যা মামলার আসামী কাজল মিয়া জুয়ারী জুয়ারি স্বপন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ ।
পুলিশ সূত্রে জানা যায়, ১৬ নভেম্বর গভীর রাতে নাসিরনগর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম নির্দেশে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে ধরমন্ডল ইউপির হত্যা মামলা গ্রেফতারী পরোয়ানা ভূক্ত কাজী কাজল মিয়া,নাসিরনগর সদর ইউনিয়নের মনোহরপুর গ্রামের খালের পাড়ে খোলা আকাশের নিচে জুয়ার বোর্ড বসিয়ে প্রকাশ্যে জুয়া খেলার সময় জুয়া খেলার সরঞ্জামসহ হবিগঞ্জ জেলার লাখাই কামালপুর গ্রামের জামাল মিয়ার ছেলে স্বপন মিয়া (৩৩) জুয়াড়িকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।
এ ব্যাপারে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।