১৬ নভেম্বর, ২০২৪

অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেলো শিশুর 

অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেলো শিশুর 

পাবনার সাঁথিয়া-চব্বিশ  মাইল আঞ্চলিক সড়কের মহিলা মাদরাসার পাশে ব্যাটারিচালিত অটো ভ্যানের ধাক্কায় হিদান (৬) নামের এক শিশু নিহত হয়েছে। 


শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে নিহত হিদানকে রক্তাত্ত অবস্থায় স্থানীয়রা  দেখতে পান। হিদান পিপুলিয়া গ্রামের আলমাছ কাজীর ছেলে। এ সময় তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হিদানের অবস্থা  আশংকাজনক হওয়ায়  কর্তব্যরত চিকিৎসক তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর  করেন। বেলা ৩ টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ঘটনাটি নিশ্চিত করেন সাঁথিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আফসার আলী মুন্সী।