ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপারের নির্দেশক্রমে নাসিরনগর উপজেলায় মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, জঙ্গিবাদ, সন্ত্রাসসহ কিশোর অপরাধ প্রতিরোধে পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১১নভেম্বর বিকালে চার ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের নির্দেশক্রমে নাসিরনগর থানাধীন ১৩নং ধরমন্ডল ইউপিস্থ ধরমন্ডল বাজারে নাসিরনগর অফিসার ইনচার্জ,মোঃ শফিকুল ইসলাম নাসিরনগর থানা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ হাসান জামিল খান, বিট অফিসার এবং সহকারী বিট অফিসার সহ স্থানীয় মেম্বার, গ্রাম পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, জঙ্গিবাদ, সন্ত্রাস, কিশোর অপরাধ প্রতিরোধে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিট পুলিশিং সভা হয়েছে। উপজেলার ধরমন্ডল ইউনিয়ন আইন-শৃঙ্খলা উন্নয়নের জন্য জনসচেতনা বৃদ্ধির জন্য বিট পুলিশিং সভার ব্যবস্হার আয়োজন করা হয়েছে।