বগুড়ার ধুনট উপজেলায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৩হাজার ৮শত ৬০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) খায়রুজ্জামান
ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলামের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রেহেনা খাতুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদ আনোয়ার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর নাহার, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গৌর চন্দ্র দত্ত, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আরিফুর রহমান, উপসহকারি কৃষি কর্মকর্তা আশরাফ আলী ও জুয়েল হোসেন প্রমুখ।
উল্লেখ্য ৩হাজার কৃষকের মাঝে জনপ্রতি ১কেজি সরিষা বীজ ও ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে। এবং ৮শত ৬০ জনের মাঝে গম, ভুট্ট, খেসারী, পেঁয়াজ, চিনাবাদাম, মুগ, মুসুর, ও অড়হর বীজ ও সার বিতরণ করা হবে।