৭ নভেম্বর, ২০২৪

উল্লাপাড়ায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

উল্লাপাড়ায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

উল্লাপাড়ার সলংগা থানার হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহেল কাফি এবং ধুবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে সলংগা থানা পুলিশ এদেরকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম জানান, বিগত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় সলংগা থানা ভাংচুরের মামলায় এই দুই নেতা আসামী হওয়ায় তাদেরকে গ্রেপ্তার করে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।