উল্লাপাড়ায় উপজেলা বিএনপি বৃহস্পতিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে এক আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনের আহবায়ক আব্দুল ওয়াহাব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজলো বিএনপি’র সদস্য সচিব আজাদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সদস্য ইকরামুল ফয়সাল শিবলু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক, শওকাত হোসেন, জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি কে এম ওবায়দুল ইসলাম খান মাহবুব, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিকসন কুমার আমিন, সিরাজগঞ্জ জেলা বাস ট্রাক কাভার্ট ভ্যান ইউনিয়নের আহবায়ক সাইফুল ইসলাম বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু হাসান অভি, সদস্য সচিব আল আমিন হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রিয়াসাত করিম নয়ন, পৌর ছাত্রদলের আহবায়ক কাওছার আহমেদ প্রমুখ।