৪ নভেম্বর, ২০২৪

ধুনটে তাঁতী দলের নতুন কমিটি গঠন

ধুনটে তাঁতী দলের নতুন কমিটি গঠন

বগুড়ার ধুনট উপজেলা নিমগাছি ইউনিয়ন তাঁতী দলের দুই বছর মেয়াদী ৩১ সদস্য বিশিষ্ট্য পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেল ৪টায় ধুনট উপজেলা তাঁতী সভাপতি আমিনুল ইসলাম পাঠান ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন কমিটিতে মহসিন আলীকে সভাপতি, আরাফাত ইসলাম, আয়নাল হক, মোম্মাদ আলী, রফিকুল ইসলাম, লাজলুকে সহসভাপতি, দোলাল মিয়াকে সাধারণ সম্পাদক, পিন্টু মন্ডল, মিঠু মিয়াকে যুগ্ম সম্পাদক ও শাহীন আলমকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি অনুমোদন করা হয়।

উল্লেখ,নিমগাছি ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে কমিটি গঠন ঊপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নিমগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসীন আলী ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম ।