২৫ মার্চ, ২০২৩

বিএনসিসির প্রতিষ্ঠা বার্ষিকীতে জবির বর্ণাঢ্য আয়োজন

বিএনসিসির প্রতিষ্ঠা বার্ষিকীতে জবির বর্ণাঢ্য আয়োজন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) যথাযোগ্য মর্যাদায় আনন্দ র‍্যালি ও কেক কেটে উদযাপিত হলো বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরপ্স (বিএনসিসি) ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে আজ ২৩ মার্চ (বৃহস্পতিবার) সকাল সাড়ে এগারো টায় একটি আনন্দ র‍্যালির আয়োজন করে বিএনসিসি, জগন্নাথ বিশ্ববিদ্যায়ল কন্টিনেজেন্ট। র‍্যালিতে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হক এবং জবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড মো. কামাল উদ্দিন আহমেদ ও রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সহ আরো শিক্ষক বৃন্দ। এছাড়াও র‍্যলিতে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যায়ল বিএনসিসির কোম্পানি কমান্ডার ও প্লাটুন ইনচার্জ অধ্যাপক ড. আতিয়ার রহমান, প্লাটুন কমান্ডার সাজিয়া আফরিন এবং বিএনসিসির প্রশিক্ষক বাবুল আহমেদ সহ বিএনসিসির অন্যান্য ক্যাডেট বৃন্দ। এসময় পিইউও আতিয়ার রহমান বলেন : দেশের যুব সমাজ কে উন্নত প্রশিক্ষন দিয়ে জরুরী মুহুর্তে সেনাবাহিনীর পাশাপাশি সব সময় সহযোগী হিসেবে প্রস্তুত রাখতে বিএনসিসি বদ্ধ পরিকার। যুব সমাজ কে শান্তি শৃঙ্খলা একতার মন্ত্রে বলিয়ান করতে জগন্নাথ বিশ্ববিদ্যায়ল বিএনসিসি শুরু থেকে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। এর পর উপাচার্জের কনফারেন্স কক্ষে উপাচার্য ও কোষাধ্যক্ষের উপস্থিতিতে কেক কেটে আনুষ্ঠানিকতা শেষ করা হয়। উল্লেখ্য,১৯৮৪ সালের ২৩ মার্চ শান্তি শৃঙ্খলা একতাকে মূল মন্ত্র হিসেবে নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরপ্স ( বিএনসিসি)।