৪ নভেম্বর, ২০২৪

উল্লাপাড়ায় ৫দিন ব্যাপী কাব ক্যাম্পুরী শুরু

উল্লাপাড়ায় ৫দিন ব্যাপী কাব ক্যাম্পুরী শুরু

আধুনিক বাংলাদেশ বিনির্মানে স্কাউটিং’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার উল্লাপাড়ায় শুরু হয়েছে ৭ম কাব ক্যাম্পুরী। 

মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে  উপজেলা স্কাউটস এই ক্যাম্পুরীর আয়োজন করেছে।

এদিন বিকেলে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস এর সভাপতি আবু সালেহ মোহাম্মাদ হাসনাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ৫ দিন ব্যাপী এই ক্যাম্পুরীর উদ্বোধন করেন।

উদ্বোধনী পর্বে উল্লাপাড়া উপজেলা স্কাউটস এর কমিশনার এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি স্কুলের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামছুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা স্কাউটস এর সম্পাদক মোঃ খোরশেদ আলম প্রমুখ।

উপজেলার মোট ৪৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাব দল এই ক্যাম্পুরীতে অংশগ্রহণ করছে।