২ নভেম্বর, ২০২৪

নাসিরনগর থেকে মাধবপুর রতনপুরের সড়ক বেহল, চলাচলে দুর্ভোগ

নাসিরনগর থেকে মাধবপুর রতনপুরের সড়ক বেহল, চলাচলে দুর্ভোগ

নাসিরনগর টু মাধবপুরে রতনপুর রাস্তার যেন মরণ ফাঁদ,জন চলাচলে দুর্ভোগ ব্রাহ্মণ বাড়িয়ার নাসিরনগর হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে রতনপুর বাসস্ট্যান্ড থেকে নাসিরনগর,সরাইল হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈ পর্যন্ত শত শত যাত্রীবাহী সিএনজি,অটো রিক্সা রাস্তা দিয়ে চলাচল করে।

এ রাস্তার  গুলোর বেহাল দশার মুল কারণ নিষিদ্ধ  টেক্টর ও ধারণ ক্ষমতার চেয়ে বেশি অবৈধ বালি বুঝাই ট্রাক ও ভারি যানবাহন চলাচলের কারনে জন সাধারণকে চলাচলে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।

বছরের পর বছর ধরে রাস্তা গুলোর এমন অবস্থা চলাচলের কষ্ট হচ্ছে,কিন্তুু এগুলো সংস্কারের কোনো পদক্ষেপ না থাকায় জন সাধারণের দুর্ভোগ দিনদিন বেড়েই চলেছে,

নাসিরনগর টু রতনপুর রাস্তার এমন অবস্থা, কোন গর্ভবর্তী রোগীকে পার্শ্ববর্তী নাসিরনগর মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যেতে খুবই কষ্ট সাধ্য, এ রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে।

নাসিরনগরের পার্শ্ববর্তী উপজেলা, লাখাই,সরাইল মাধবপুর উপজেলার মানুষ,  রতনপুর, ছাতিয়াইন-শিমুলঘর মাঝে রাস্তার খুবই ঝরা জীর্ণ যেকোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা, এ রাস্তার ধারণ ক্ষমতার চেয়ে বেশি মালামাল নিয়ে  প্রতিদিন চলাচল করে অবৈধ ভাড়ি বালি ট্রাক, ট্রাকক্টর,নাসিরনগর সরাইল, লাখাইয়ে নিয়ে যাচ্ছে,প্রতিদিন শত শত টন বালি,পাথর, ইট,ও ফসলি জমির থেকে মাঁটি বোঝাই ট্রাক,কিন্তুু ফান্দাউক  থেকে রতনপুর পর্যন্ত রাস্তাটি স্থানেস্থানে কার্পেটিং উঠে গিয়ে এবং খানাখন্দ তৈরী হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

কিছু দিন আগে রাস্তার কিছু অংশের সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও বর্তমানে কাজ বন্ধ রয়েছে, ৮ কিলোমিটার দূরত্বের রাস্তাটির এ অংশে কার্পেটিং সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত এবং স্থানেস্থানে গর্ত ও খানাখন্দ থাকায় এ রাস্তায় চলাচলকারী যাত্রী সাধারণকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

নাসিরনগর উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান নাসিরনগর থেকে শিমুল ঘর পর্যন্ত নাসিরননগর উপজেলা প্রকৌশলী এবং শিমুল ঘর থেকে রতনপুর সড়কের উন্নয়ন কাজ হবিগঞ্জন জেলার মাধবপর প্রকৌশলী অফিস টেন্ডার আহবান করবেন।