২ নভেম্বর, ২০২৪

ধুনটে জাতীয় সমবায় দিবস পালিত

ধুনটে জাতীয় সমবায় দিবস পালিত

“সমবায় গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি র‌্যালী হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) খায়রুজ্জামান।

ধুনট উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলমের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, স্বাবলম্বী শ্রমজীবি সমবায় লিমিটেডের সভাপতি শরিফুল ইসলাম খোকন, ধুনট সোনালী বানিজ্যিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ ও ধুনট জীবিকা উন্নয়ন সঞ্চয় ও ঋনদান সমিতির উপদেষ্টা আবু সাইদ তোতা।