বগুড়ার ধুনট উপজেলায় দুই ছেলে সহ তার স্বজনদের নামে আদম ব্যবসায়ীকে হত্যার অভিযোগে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও ঘটনার সঠিক তদন্তের দাবি করেছেন মাজেদা খাতুন নামে এক অসহায় মা।
বুধবার (৩০অক্টোবর) দুপুর ২টায় ধুনট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। মাজেদা খাতুন উপজেলার এলাঙ্গী ইউনিয়নের মৈলমারী গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। সংবাদ সম্মেলনে মাজেদা খাতুন বলেন, উপজেলার নবিনগর বাজেয়াপ্তি এলাঙ্গী গ্রামের ইউনুছ আলীর ছেলে শিহাব দুবাইয়ে অবস্থান করতো। শিহাব আমার ছেলে শিপন ওরফে রিপনকে ভাল কাজ পাইয়ে দেওয়ার কথা বলে সাড়ে ৩ লাখ টাকায় চুক্তিতে দুবাই নিয়ে যায়। শিপনকে দুবাই নিয়ে ভাল কাজ না দেওয়ায় ৮মাস পর দেশে ফিরে আসে। এ অবস্থায় শিহাব দুবাই থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন। তখন শিহাবের কাছে সাড়ে ৩ লাখ টাকা ফেরত চাইলে সে এক মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সিহাব আমার ছেলের মতো অনেকের কাছ থেকে টাকা নিয়ে প্রতারনা করেছে। এছাড়া চড়া সুদে অনেকের কাছ থেকে মোটা অংকের টাকা দাদন নিয়েছে শিহাব। এ সব পাওনা টাকা দিতে না পেরে শিহাব ১৬ আগস্ট বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শিহাব মারা যায়।
তার আত্মহত্যার খবরটি বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়েছে। অথচ এ ঘটনায় শিহাবের মা বাদি হয়ে ৮ অক্টোবর আমার ছেলে শিপন ও সবুজ আলী সহ ১১ জনের নামে বগুড়া আদালতে মিথ্যা মামলা (নং ৩৮২) দায়ের করেছে। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা মামলা প্রত্যাহার ও ঘটনার সঠিক তদন্তের জন্য আইন প্রয়োগকারী সংস্থারসহযোগী কামানা করেন।