রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন । তার বয়স আনুমানিক ৬০ বছর । বুধবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারীরা জানান, দুপুরের দিকে উত্তরার আব্দুল্লাপুরে সড়ক পারাপারের সময় দ্রæত গতির একটি বাস ওই নারীকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে । পরে পথচারীরা রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, দুপুরের দিকে রক্তাক্ত জখম অবস্থায় এক নারীকে জরুরী বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে । আমরা এখনো ওই নারীর নাম পরিচয় জানতে পারিনি ।
সিআইডির ক্রাইম সিনকে খবর দেয়া হয়েছে । প্রযুক্তির সহায়তায় ওই নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে । বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা ।