২৫ অক্টোবর, ২০২৪

বিস্ফোরক মামলায় যুবলীগের ২ নেতা গ্রেফতার

বিস্ফোরক মামলায় যুবলীগের ২ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নাশকতার মামলায়   আব্দুল হাই (৫৫) বন্ধন,  চন্দ্র দেব (৪০)  যুবলীগের ২ নেতা কে গ্রেফতার করেছে পুলিশ।  বৃহস্পতিবার  (২৪ অক্টোবর) মধ্য রাতে  নাসিরনগর বাজার থেকে বন্ধন চন্দ্র দেব এবং বুড়িশ্বর ইউনিয়ন যু্বলীগের নেতা আব্দুল হাই কে শ্রীঘর বাজার থেকে গ্রেফতার করেছে। 

গোপর সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার নাসিরনগর থানার পুলিশ দুই স্থানে  অভিযান চালিয়ে যুবলীগের নেতা বন্ধন চন্দ্র দেব ও আব্দুল হাই কে গ্রেফতার করেন। পুলিশ জানায় এ বছরের ১ লা

সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট আদালতে দায়ের করা বিস্ফোরক  মামলায় এ দুই জনকে  গ্রেফতার করা হয়েছে। তাদের  আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
নাসিরনগর থানার এস আই মহিন উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।