২৪ অক্টোবর, ২০২৪

বদরখালী ডিগ্রি কলেজের এডহক কমিটি গঠন 

বদরখালী ডিগ্রি কলেজের এডহক কমিটি গঠন 

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ডিগ্রি কলেজ পরিচালনা কমিটি (এডহক কমিটি) গঠন করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক(ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুল হাই ছিদ্দিক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বদরখালী ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির (এডহক কমিটি) সভাপতি হিসেবে আলহাজ্ব জামিল ইব্রাহিম চৌধুরীর নাম ঘোষণা করা হয়।

বদরখালী ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির (এডহক কমিটি) সভাপতি আলহাজ্ব জামিল ইব্রাহিম চৌধুরী কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে আছে।এছাড়া তিনি চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। 

তিনি চকরিয়া উপজেলার স্বনামধন্য জমিদার পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল গফফার চৌধুরীর পথম পুত্র।