পাকিস্তানের ইসলামাবাদের একটি আদালতের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। সেখানে ৮ দিনের রিমান্ডে থাকবেন সাবেক এই পাকিস্তানি প্রধানমন্ত্রী। এই রিমান্ডকে ঘিরে পুরো পাকিস্তান যেন এক রনক্ষেত্রে পরিণত হয়েছে।
সাবেক ওই প্রধানমন্ত্রী গ্রেফতারের পরপরই ইমরান খানের দল পিটিআইয়ের মহাসচিব অমর আসাদকে গ্রেফতার করেন পুলিশ। তিনি সাবেক প্রধানমন্ত্রী ইমরানে গ্রেফতার চ্যালেঞ্জ করতে আদালতে যাওয়ার পথে পুলিশ তাকে গ্রেফতার করেন। তবে পুলিশ বলছেন তিনি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে। এ কারনেই তাকে গ্রেফতার করা হয়েছে।
পাকিস্তানের পুলিশ লাইনের বেড়াজাল ভেঙ্গে ভিতরে ঢুকে পড়ে পিটিআইয়ের সমর্থকরা। সেখানে হামলা চালায় এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তান্ডব চালান সমর্থকরা। এতে করে পাকিস্তানে থমথমে এবং রনক্ষেত্রে পরিণত হয়েছে। এতে করে নিহত হয়েছে ৫ জন এবং আহত হয়েছেন অনেক।
মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ। ওই ঘটনার পরপরই ১০ মে পিটিয়ের মহাসচিব আসাদ ওমর। এনিয়ে আরেক দফা উত্তেজনা বেড়ে যায় সমর্থকদের মধ্যে। ইসলামাবাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ লাইনসের সিনিয়র পুলিশ পরিদর্শকের কার্যালয় এবং রেডিওপাকিস্তান সহ পেশোয়ারের বেশ কয়েকটি ভবনে আগুন ধরে দিয়েছে বিক্ষোভকারীরা। শেষমেষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঞ্জাবে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রণায়লের পক্ষ থেকে ইসলামাবাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানেও সেনা মোতায়েনের জন্য অনুরোধ করা হয়েছে। ইমরান খানের গ্রেফতার পুরো পাকিস্তান এখন বিক্ষোভ নগরীতে রূপ নিয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বাধ্য হয়ে সেনা মোতায়েন করা হয়েছে।