১৯ অক্টোবর, ২০২৪

ইবির সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, ছাত্র সংগঠনের গঠনতন্ত্র ও কমিটির তালিকা দেওয়ার নির্দেশ

ইবির সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, ছাত্র সংগঠনের গঠনতন্ত্র ও কমিটির তালিকা দেওয়ার নির্দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের কর্তৃক পরিচালিত বিভিন্ন সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও ছাত্র সংগঠনের গঠনতন্ত্র/নীতিমালা, কমিটির তালিকা ও সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ও মোবাইল নাম্বার জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অফিস।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়। আগামী ৭ দিনের মধ্যে চাহিদা মোতাবেক যাবতীয় তথ্য জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের সংস্কৃতি, আইন ও সংবিধানের পরিপন্থি নয় এমন ছাত্র সংগঠন, সংস্কৃতিক সংগঠন, বিভিন্ন জেলা ছাত্র কল্যান সমিতি ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহের কার্যক্রম পরিচালনার সুবিধার্থে তাদের সংগঠনের গঠনতন্ত্র/নীতিমালা, কমিটির তালিকা, যোগাযোগের জন্য সভাপতি, সাধারণ সম্পাদকের নাম ও মোবাইল নম্বরসহ আগামী ৭ (সাত) দিনের মধ্যে ছাত্র-উপদেষ্টার অফিস কক্ষে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হলো।

এবিষয়ে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, ক্যাম্পাসের বিভিন্ন সংগঠনগুলোর মধ্যে একটি শৃঙ্খলা নিয়ে আসার জন্য আমাদের এই উদ্যোগ। দেখা যায় হঠাৎ অনেকে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করার অনুমতি চায় কিন্তু তাদের বিষয়ে আমার দপ্তরে কোন তথ্য থাকে না।

এ সংগঠন কাদের, তাদের লক্ষ্য-উদ্দেশ্য কি, পরিচালনা করছে কে, উপদেষ্টা কারা এসব কিছুই আমি জানিনা। সেক্ষেত্রে প্রোগ্রামের অনুমতি দিতে জটিলতায় পড়তে হয়।

এছাড়াও ক্যাম্পাসে বিভিন্ন সময় অনেক সংগঠনের সহযোগিতার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগের উপায়ও থাকে না। তাই এই তথ্যগুলো চাওয়া হয়েছে যাতে তাৎক্ষণিকভাবে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।