—ছবি মুক্ত প্রভাত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের ধাক্কায় নজরুল ইসলাম (৩৬) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে বগুড়া-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি বাজারের পাশে ওই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বালসাবাড়ী বাজারের পাশে শ্যামলী পরিবহনের একটি বাস মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি যাত্রীবাহী ইজিবাইককে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান।
| আরো পড়ুন: সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিআপের ধাক্কায় দুই মৃত্যু
নিহত নজরুল ইসলাম সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। এই ঘটনায় ইজিবাইকের ৩ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ পরিদর্শক মোঃ শফি মুক্ত প্রভাতকে জানান, পাবনা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি কোচ ঢাকার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে নজরুল ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহী বাসের সামনে চলে আসে। এসময় বাসটির গতি নিয়ন্ত্রণের চেষ্টার পরও মোটরসাইকেলের চালক বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
কোচটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের যাত্রীবাহী একটি ইজিবাইককে ধাক্কা দিয়ে সড়কের পাশের একটি টিনের ঘরের সঙ্গে ধাক্কা খায়। এতে ইজিবাইকের তিন যাত্রী গুরুতর আহত হন। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনার পর শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মী, হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় লোকজন দুর্ঘটনাকবলিত যাত্রীদের উদ্ধার করেন।