১৫ অক্টোবর, ২০২৪

বেপরোয়া দুই বাসের মুখোামুখি সংঘর্ষে ৫ জন নিহত

বেপরোয়া দুই বাসের মুখোামুখি সংঘর্ষে ৫ জন নিহত

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ফরিদপুরে পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১৫ জন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর চারটার দিকে ফরিদপুর সদরের মল্লিকপুরে করিমপুর জোড়া সেতুর কাছে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরো পুড়ন:
                   » মালয়েশিয়ার কথা বলে ইনানী সৈকতে রেখে পালালো দালালেরা, আটক ২৬ রোহিঙ্গা                   
                   » বাংলা—ইংরেজি দুই বিষয়েই শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ ‘শহীদ আবু সাঈদ’                                  

 

আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের সবার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সুভাষচন্দ্র বাড়ই জানান, ঢাকা থেকে ঝিনাইদহগামী গ্রিন এক্সপ্রেস নামের একটি বাসের সঙ্গে সাতক্ষীরা থেকে আমতলীগামী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের সবার বয়স ১৮ বছরের ওপর বলে জানিয়েছেন করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী।

তিনি বলেন, নিহতদের সবার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করে করিমপুর হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে।