মৌলভীবাজারের রাজনগরে ০৭নং কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতাউর রহমন এর ব্যবসায়িক গোদাম থেকে ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে রাজনগর থানা পুলিশের অভিযানে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের চেয়ারম্যানের ব্যবসায়িক গোদাম থেকে ২৩১ বস্তা ভারতীয় চিনিসহ ০১ জন আসামী গ্রেফতার করা হয়।
রাজনগর থানা অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ মুবাশ্বির বলেন, আমার সার্বিক দিক নির্দেশনায় এসআই মো: মোশাররফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানার ০৭নং কামারচাক ইউনিয়নের তারাপাশা বাজারস্থ কামারচাক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আতাউর রহমানের ব্যবসায়িক অফিসে অভিযান পরিচালনা করে ২৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল থেকে মো: মছকন মিয়া পিতা: মৃত সুজন উল্ল্যা, গ্রাম- ইব্রাহীমপুর,০৬নং টেংরা ইউপি, থানা- রাজনগর,জেলা–মৌলভীবাজরকে গ্রেফতার করা হয় এবং বর্তমান চেয়ারম্যান মো: আতাউর রহমানসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন আসামী ঘটনাস্থল হতে পালিয়ে যায়। আটকৃত আসামী ও পলাতক আসামীদের বিরুদ্ধে রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়। আটককৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এবং ইউপি চেয়ারম্যান সহ বাকি আসামিদেরকে গ্রেফতার করতে চেষ্টা চলছে।