৯ অক্টোবর, ২০২৪

সিরাজগঞ্জে ডিমের বাজারে অস্থিরতা, খামার-আড়ত মালিককে জরিমানা

সিরাজগঞ্জে ডিমের বাজারে অস্থিরতা, খামার-আড়ত মালিককে জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিমের বাজারে অস্থিরতা তৈরি, সরকার নির্ধারিত যৌক্তিক মূল্যের বাইরে ডিম বিক্রি ও ক্যাশ মেমো না দেওয়ার অপরাধে একটি পোল্ট্রি খামার ও দুটি আড়তকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে উপজেলার মোহনপুর বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। 

জরিমানা আদায় করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মুন অ্যাগ্রোভিট নামে পোল্ট্রি খামারকে ২০ হাজার টাকা, কোরবান ডিমের আড়তকে ১০ হাজার টাকা এবং সিরাজ ডিমের আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহমুদ হাসান রনি  বলেন, আজ ডিমের বাজার অস্থিরতা রোধে জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালিত হয়।

এসময় উল্লাপাড়ার মোহনপুর বাজারে ডিমের দাম সরকার নির্ধারিত যৌক্তিক মূল্যের বাইরে বিক্রি করা, ক্যাশ মেমো না দেওয়া এবং ডিমের বাজারে অস্থিরতা তৈরির অপরাধে মুন অ্যাগ্রোভিট নামে পোল্ট্রি খামারকে ২০ হাজার টাকা, কোরবান ডিমের আড়তকে ১০ হাজার টাকা এবং একই বাজারের সিরাজ ডিমের আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও তাদেরকে সরকার নির্ধারিত যৌক্তিক মূল্যে ডিম বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযানে সংশ্লিষ্ট থানা পুলিশ সহযোগিতা করেন বলেও জানান এই কর্মকর্তা।