বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সংঘটিত হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের তদন্তের স্বার্থে গঠিত কমিটিকে সহায়তার জন্য তথ্য-উপাত্ত আহ্বান করেছে গঠিত তদন্ত কমিটি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের হাতে থাকা তথ্য-উপাত্ত প্রমাণসহ আগামী ৯ অক্টোবরের মধ্যে জমা দিতে আহ্বান জানানো হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) দুপুরে তদন্ত কমিটির আহ্বায়ক আইন বিভাগের অধ্যাপক ড. নূরুন নাহার স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়ে জানানো হয়।
এতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে সাবেক সরকারের বিভিন্ন বাহিনী এবং দলীয় ক্যাডার কর্তৃক ১ জুলাই ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের তদন্তকাজে উপাচার্য কর্তৃক গঠিত কমিটিকে সহায়তার জন্য আপনার হল/বিভাগ/অফিসে উক্ত সময়ে সংগঠিত উপরোক্ত ঘটনাবলী তথ্য-উপাত্ত যথাযথ প্রমাণসহ পত্র প্রাপ্তির ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে (৯ অক্টোবর) নিম্নস্বাক্ষরকারীর বরাবর প্রেরণের জন্য আদিষ্ট হযে অনুরোধ জানানো হলো।
এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্তে সহায়তায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নূরুন নাহার-কে আহ্বায়ক এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ রেজিস্ট্রার মোঃ সাহেদ হাসান-কে সদস্য সচিব করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ইবি প্রশাসন।