মির্জাগঞ্জে মোঃ বেলাল হোসেন (৩৮) নামে এক ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।শনিবার সন্ধ্যার দিকে উপজেলার বৈদ্যপাশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের বৈদ্যপাশা গ্রামের মোঃ সায়েদ আলীর ছেলে।
জানাযায়, বেলাল ধর্ষণ মামলার একজন এজাহারভুক্ত আসামি ছিলেন। দীর্ঘদিন তিনি পলাতক ছিলো।ওই সময় বেলাল নিজ গ্রামের একটি খালের পাড়ে স্যাকো তৈরির কাজ করছিলেন। এ খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করতে মেহেদী হাসান নামের একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে খালপাড়ে যান মির্জাগঞ্জ থানার এসআই মো. এনামুল হক।
পুলিশের উপস্থিতি টের পেয়ে খালের পানিতে ঝাঁপ দিয়ে কচুরিপানার মধ্যে লুকিয়ে পড়েন বেলাল। তাঁকে ধরতে পুলিশ ও খালে ঝাঁপ দেন। অনেক খোঁজাখুঁজির পর প্রায় তিন ঘণ্টার চেষ্টায় কচুরিপানার ভেতর থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।মির্জাগঞ্জ থানার ওসি মোঃ শামীম আহম্মেদ জানান, তাকে আদালতে পাঠানো হয়েছে।