৯ মে, ২০২৩

১৫ মিনিটের মধ্যে ইমরান খানকে গ্রেফতারের কারণ জানাতে বললেন প্রধান বিচারপতি

 ১৫ মিনিটের মধ্যে ইমরান খানকে  গ্রেফতারের কারণ জানাতে বললেন প্রধান বিচারপতি
পাকিস্তানের ইসলামাবাদের একটি আদালতের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। এর পরপরই ১৫ মিনিটের মধ্যে ইমরান খানকে কেন গ্রেফতার করা হয়েছে তার কারণ জানতে চেয়েছেন প্রধান বিচারপতি। তা না হলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সমনজারি করা হবে বলে হুশিয়ারী দেন। পিটিআইয়ের আইনজীবি ফয়সাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। দ্য ডন এ দেওয়া বক্তব্যে তিনি বলেন, দুটি মামলার শুনানির জন্য আজ দুপুরে আইএইচসিতে যান ইমরান। এসময় আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেশটির আধা সামরিক বাহিনী রেঞ্জার্স আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে গ্রেপ্তার করে। ঘটনার পরপরই আদালতে প্রাঙ্গনে আসেন প্রধান বিচারপতি। এরপর ইমরান খানকে কেন গ্রেফতার করা হলো তা তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত অ্যার্টনি জেনারেলকে ১৫ মিনিটের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন। সময় মতো আদালতে উপস্থিত না হলে বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সমন জারির হুঁশিয়ারি দিয়েছেন দেন।