৬ অক্টোবর, ২০২৪

দুর্গাপূজায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না: নাটোরের পুলিশ সুপার

দুর্গাপূজায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না: নাটোরের পুলিশ সুপার

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে নাটোর জেলা পুলিশের উদ্যোগে গুরুদাসপুর থানা চত্তরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ওই সভায় উপজেলা পুজা উদযাপন কমিটির নেতৃবর্গ,গনমাধ্যমকর্মী,বৈষম্য বিরোধী ছাত্র নেতারা উপস্থিত ছিলেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে সভায় নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন প্রধান অতিথির বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী।

এছাড়া অন্যদের মধ্যে উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ধীরেন্দ্র নাথ ঘোষ,সাধারণ সম্পাদক অসিম কুমার পাল,পৌর পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুজিত কুমার,বৈষম্য বিরোধী ছাত্র নেতা খালিদ হাসান প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনায় ছিলেন গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) মো. আবু রায়হান।

আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে জেলা পুলিশ-কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে পুলিশের নিরাপত্তা পরিকল্পনা অবহিত করা হয়। দুর্গোৎসবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে বলে সকলকে আশ্বস্ত করেন।