শনিবার উল্লাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় শিক্ষক শহিদুল ইসলামের উপর হামলা ও মারপিটের ঘটনার উপযুক্ত বিচার দাবি করেন শিক্ষকবৃন্দ।
গত ৩ অক্টোবর উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন আলী আহমেদ উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক শহিদুল ইসলামের উপর স্কুল অঙ্গনে হামলা করে বহিরাগতরা। লাঠি-সোটা রামদা নিয়ে তাকে প্রচন্ড মারপিট করা হয়।
গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি সিরাজগঞ্জ সদর হাসপাতালের শয্যায় কাতরাচ্ছেন। ২ অক্টোবর উক্ত স্কুলের পাশে ডাবগাছ থেকে ডাবপারা নিয়ে নিজ স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সৃষ্ট গোলযোগ নিরসনের উদ্যোগ নেওয়ার জেরধরে বহিরাগতরা তাকে মারিপিট করেন বলে জানান ওই স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
শনিবার উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ. কে এম শামসুল হক, এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, মার্চেন্টস পাইলট সরকারি স্কুলের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ।
সভায় বক্তাগণ শিক্ষক শহিদুল ইসলামের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। আলোচনার সভার আগে শহরে শিক্ষকগণ এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন।