৩ অক্টোবর, ২০২৪

চকরিয়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়া  এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়হীন এক বৃদ্ধ নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর)  বিকাল ২ টা ৩০ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে।  চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়হীন (৬৫) এ বৃদ্ধ নিহত হয়েছে।

পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বাসিন্দা করিম ভেনজেমা বলেন,বিকাল ২টা ৩০ মিনিটের সময় চট্রগ্রাম থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী ট্রেন চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়া আসলে অজ্ঞাত পরিচয়বিহীন এক  বৃদ্ধকে ধাক্কা দেই,ফলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।তবে এলাকাবাসীর ধারণা করেন তিনি একজন ভারসাম্যহীন বৃদ্ধ হতে পারে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল কাদের বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অজ্ঞাত নিহত বৃদ্ধ ব্যক্তির পরিচয় নির্ধারণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।