৩ অক্টোবর, ২০২৪

সাংবাদিক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টার সময় উল্লাপাড়া প্রেসক্লাবের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

আমার দেশ পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে ও সাধারণত সম্পাদক ময়নুল হোসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি এ. আর জাহাঙ্গীর, দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান বাবলু, কালের কন্ঠ পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি, আতাউর রহমান রাজু প্রমুখ।

মানবন্ধনে বক্তাগণ মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা সকল মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি করেন।