৮ মে, ২০২৩

উল্লাপাড়ায় ছাত্রলীগ নেতাদের নিয়ে ধান কাটলেন এমপি

উল্লাপাড়ায় ছাত্রলীগ নেতাদের নিয়ে ধান কাটলেন এমপি
ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে সোমবার উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম অস্বচ্ছল কৃষকদের জমিতে স্বেচ্ছায় ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করলেন। সকালে পৌরসভার ঘাটিনা মহল্লার গরীব কৃষক জহুরুল ইসলামের ১ বিঘা জমিতে ধান কাটা কার্যক্রম শুরু হয়। ছাত্রলীগ ছাড়াও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা ঘাটিনায় ধান কাটায় অংশ নেন। উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ আল মাহমুদ সরকার জানান, আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে তারা উপজেলার অস্বচ্ছল বা গরীব কৃষকদের মাঠে স্বেচ্ছায় ইরি বোরো ধান কেটে দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছেন। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম নিজে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে কাস্তে হাতে মাঠে নেমে ধান কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর থেকে প্রতিটি ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীরা গরীব কৃষকদেরকে বিনামূল্যে ধান কেটে দেবেন বলে জানান আল মাহমুদ সরকার। কৃষক জহুরুল ইসলাম তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম ব্যক্তিগতভাবে তার জমিতে উপস্থিত হয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে ধান কাটায় তিনি অভিভুত হয়েছেন। তারপক্ষে এবার ১ হাজার টাকা দিনমুজুরি দিয়ে শ্রমিক কিনে ধান ঘরে তোলা কোনভাবেই সম্ভব নয়। এই দুঃসময়ে তাকে সহযোগিতা করায় তিনি সংসদ সদস্য ও ছাত্রলীগ নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানান।