২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজ বিশ্ব পর্যটন দিবস: পরিচ্ছন্ন পর্যটন নগরী চান পর্যটকরা  

আজ বিশ্ব পর্যটন দিবস: পরিচ্ছন্ন পর্যটন নগরী চান পর্যটকরা  

চলতি বছরের শুরু তে  পর্যটন মৌসুমের একটা বড় অংশ খরায় কেটেছে। বেশ কিছু দিন বলতে গেলে পর্যটকবিহীন গেছে দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজার। এ ছাড়া ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগও প্রভাব ফেলেছে এখানকার পর্যটনশিল্পে। 

আজ ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। র‌্যালী ও আলোচনার মধ্য দিয়ে শেষ হবে পর্যটন দিবসের কর্মসূচী। জেলা প্রশাসন বলছে, উদ্ভূত পরিস্থিতির কারণে আগামী অক্টোবর মাসে বড় আকারে কার্নিভাল করা হবে।

অন্যদিকে পর্যটন শহর ও সৈকতের উন্নয়ন হয়নি কাঙ্খিত। হোটেল মোটেল জোনে একটু বৃষ্টি হলে সড়কজুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা। বৃষ্টি কমলে  যত্রতত্র ময়লা—আবর্জনায় বিরক্ত হয় পর্যটকেরা। সমুদ্র সৈকতজুড়েও রয়েছে পলিথিনের প্যাকেট।পর্যটকেরা বলছেন, দেশি-বিদেশি পর্যটক আকর্ষণে প্রয়োজন পরিচ্ছন্ন নগরী। অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দিলেন অনেকে।

তারা বলছেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের এ শহরকে আধুনিক অবকাঠামোগতভাবে গড়ে তুললে পাল্টে যাবে চিত্র। সি-বিচ ছাড়া শহরে বিনোদনের তেমন কোনো স্থানও নেই। পুরো শহরে হাঁটার জন্য নেই ফুটপাতও। তাই পর্যটক আকর্ষণে পরিচ্ছন্নতা ও আধুনিক নগরী গড়ার আহ্বান তাদের।

 কক্সবাজার শহরের কলাতলি পয়েন্ট থেকে এয়ারপোর্ট পর্যন্ত সড়কের অধিকাংশ জায়গায় ময়লা-আবর্জনায় ভরা। কলাতলি পয়েন্টে সড়কে নোংরা পানি, যা পর্যটকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কক্সবাজার ঘুরতে আসা পর্যটকরা বলেন, বিদেশের সি বিচ শহর আর কক্সবাজারের মধ্যে পার্থক্য একটাই, আমাদের মানসিকতার পরিবর্তন হচ্ছে না । এজন্য শহর ও বিচটাকে পরিচ্ছন্ন রাখতে পারছি না।  

পর্যটক সাইদুর রহমান বলেন, বিশ্বের দীর্ঘতম অবিচ্ছেদ্য সমুদ্র সৈকত থাকার পরেও আমরা বিদেশি পর্যটক আকর্ষণ করতে পারছি না, তার কারণ হলো কক্সবাজারকে আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে পারিনি আমরা।পরিচ্ছন্ন কক্সবাজার গড়ে তুলতে হবে, তাহলে আমরা এখানে বারবার ঘুরতে আসবো। হোটেল মোটেলসহ পর্যটন সংশ্লিষ্ট সংগঠনের মাধ্যমে জানা যায়, দিবসটি উপলক্ষে হোটেল বুকিং এর উপর  বিশেষ ছাড় দেওয়া হচ্ছে পর্যটকদের। 

কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রীর সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা বলেন,যেভাবে পর্যটন বিকাশিত হওয়ার কথা সেভাবে হতে পারেনি, প্রশাসনিক দূর্বলতা বা উদাসিনতা হতে পারে। বিচ কেন্দ্রীক পর্যটনকে প্রাধান্য দেওয়া হচ্ছে এর বাইরে যে বহুমাত্রিক পর্যটন শিল্পের সম্ভবনা থাকলেও বিকাশিত হয়নি।

কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, দেশজুড়ে রাষ্ট্র সংস্কার চলছে। বর্তমানে এখানে অধিকাংশ কর্মকর্তা নতুন। তাই আমরা পরিকল্পিতভাবে এই শহরকে সাজাতে চাই। যাতে পুরো বিশ্বে কক্সবাজারের নাম আরও সমৃদ্ধ হয়। 

এদিকে বৃহস্পতিবার বিকাল থেকে "কক্সবাজার ফ্ল্যাট ব্যবসায়ী সমিতি পক্ষ থেকে পর্যটন দিবসকে ঘিরে বিচ পরিস্কার কর্মসূচি পালন করা হচ্ছে।