২৬ সেপ্টেম্বর, ২০২৪

অগ্রণি ব্যাংক অফিসার কল্যাণ সমিতির নাটোর অঞ্চলের আহ্বায়ক কমিটি গঠন

নাটোর: আহ্বায়ক কিমিটর সদস্যরা গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কিমিটির নির্বাহী সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সাথে সৌজন্য সাক্ষাত করেন।


অগ্রণি ব্যাংক অফিসার কল্যাণ সিমিতর নাটোর অঞ্চলের জন্য ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ২২ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটি ওই আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়।

কমিটিকে আগামী  ৩০ দিনের মধ্যে পূনাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

আহ্বায়ক কমিটিতে রয়েছেন, সভাপতি পদে রাজাপুর হাট শাখার পি ও মো. ফরহাদ হোসেন, সহসভাপতি পদে লক্ষীকোল শাখার অফিসার মো. আব্দুল লতিফ সরকার, সাধারণ সম্পাদক পদে নাজিরপুর শাখার পি ও মো. বেল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিরপুর শাখার পি ও আপেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক কাদিরাবাদ ক্যান্টনমেন্ট শাখার অফিসার (ক্যাশ) মো. আব্দুল কাউয়ূম। 

আহ্বায়ক কিমিটর সদস্যরা গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কিমিটির নির্বাহী সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহিন, গণমাধ্যমকর্মী মো. নাছিম প্রমূখ।