৭ মে, ২০২৩

ইসলামপুরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন

ইসলামপুরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন
জামালপুরের ইসলামপুরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ মে) বিকালে উপজেলা খাদ্য গুদামের আয়োজনে এ ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. এস.এম জামাল আব্দুন নাছের বাবুল। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান রুমান, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শফি আফজালুল আলম, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : মোফাজ্জল হোসেনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। জানাযায়, এ মৌসুমে প্রতি কেজি ৩০ টাকা ধরে ১ হাজার ৩৬১ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এ অভ্যন্তরীণ সংগ্রহ চলবে ৭ মে থেকে শুরু হয়ে ৩১ আগস্ট ২০২৩ পর্যন্ত।