২২ সেপ্টেম্বর, ২০২৪

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম ৫ দিনের রিমান্ডে

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসরাম ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। যাত্রাবাড়ি এলাকায় রফিকুল নামের এক যুবককে গুলি করে হত্যার মামলা তার রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আজ রবিবার শুনানী শেষে ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রট সাদ্দাম হোসেন এই আদেশ দেন।

এসময় রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবি। আদালত শুনানী শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলায় হাজিরা দিতে সাবেক রেলমন্ত্রী নুরুল  ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানী শেষে জামিন না মঞ্জুর করে ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।

হত্যা মামলায় গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে সাবেক রেমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়। তখন থেকে তিনি কারাগারে আছেন।