২০ সেপ্টেম্বর, ২০২৪

প্রথম দিনে ছয় উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩৩৯ রান

৩৩৯ রানে দিন শেষ করল ভারত
৩২ ওভারে ১৬৩ রান—দিনের তৃতীয় ও শেষ সেশনে এই রান যোগ হয়েছে ভারতের। হারায়নি কোনো উইকেট।

শেষ সেশনে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার দুর্দান্ত ব্যাটিংয়ে ভারত চেন্নাই টেস্টের প্রথম দিন শেষ করেছে ৬ উইকেটে ৩৩৯ রানে। অশ্বিন ১০২, জাদেজা ৮৬ রানে অপরাজিত।

দুজনের অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে ভারত পেয়েছে ১৯৫ রান।

যা বাংলাদেশের বিপক্ষে ভারতের সপ্তম উইকেট বা তার পরের জুটির সর্বোচ্চ তো বটেই, চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে যে কোনো দলেরই সপ্তম উইকেটে সর্বোচ্চ।

দিনের প্রথম দুই সেশনে পতন হওয়া ভারতের ৬ উইকেটের মধ্যে ৪টি নিয়েছেন হাসান মাহমুদ, ১টি করে নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ।