১০ সেপ্টেম্বর, ২০২৪

জামালপুরে ইউপি সদস্য আছান আলী হত্যাকারীদের ফাঁসির দাবি

জামালপুর সদর উপজেলার ৩ নং লক্ষীরচর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আছান আলীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবারবর্গ।

মঙ্গলবার (দশ সেপ্টেম্বর) সকালে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত ইউপি সদস্য আছান আলীর ছোট ভাই বকুল হোসেন।

বকুল হোসেন তার লিখিত বক্তব্যে বলেন, বিগত ২০২৩ সালের ১০ মার্চ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে পূর্ব শত্রুতার জেরে তার উপর হামলা করে  একটি সন্ত্রাসী বাহীনি। সন্ত্রাসীরা তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়।

এরপর তিনি চিকিৎসাধীন থাকাবস্থায় এই বর্বরোচিত হামলার বিচার চেয়ে জামালপুর সদর থানায় একটি এজাহার দায়ের করেন তারই বড় ভাই লক্ষীরচর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আছান আলী।

ওই মামলায় সর্বমোট ২১ জনকে নামীয় আসামিসহ অজ্ঞাত নামা আরও ১০/১৫ জনকে আসামি করা হয়। এরপর থেকে ওই মামলার আসামিরা তার বড় ভাই ইউপি সদস্য মো. আছান আলীকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে হত্যার হুমকি দিতে থাকে।

এমতাবস্থায়  আছান আলীকে ওই আসামিরা দেশিয় অস্ত্র ও লাঠি সোঠা নিয়ে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে আছান আলী নিজের জীবনের নিরাপত্তা চেয়ে জামালপুর সদর থানায় একটি জিডি এন্টি করেন।

এ ঘটনায় গত ৩১ আগস্ট লক্ষীরচর ইউনিয়ন পরিষদের কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে স্থানীয় সন্ত্রাসীরা  ইউপি সদস্য মো. আছান আলীর গতিরোধ করে  এলোপাথারি কোপাতে থাকে।

এসময় আছান আলীর ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আছান আলীর অবস্থার আরও অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকগণ উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষনিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  পাঠিয়ে দেন। ও

ইদিন রাত ৯ টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তাররা ইউপি সদস্য আছান আলীকে মৃত ঘোষণা করেন।

বকুল হোসেন আরও অভিযোগ করে বলেন, শুধুমাত্র তার উপর হামলার বিচার চেয়ে মামলার বাদি হওয়ায় তার বড় ভাই ইউপি সদস্য আছান আলীকে প্রাণ দিতে হয়েছে। আছান আলী

হত্যার ঘটনায় জামালপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করা হলেও পুলিশ এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি বলেন অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে এই নৃশংস হত্যার বিচারসহ এই হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসি দাবি করেন নিহতের পরিবারের সদস্যরা।

সাংবাদিক সম্মেলনে নিহত ইউপি সদস্য আছান আলীর স্ত্রী শিল্পি বেগম, জামাতা শহিদুল ইসলামসহ নিহতের কন্যারা উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, মো. আছান আলী ৩ নং লক্ষীরচর ইউনিয়ন পরিষদের টানা তিন বারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। ইউপি সদস্য থাকাকালীন তিনি প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন একাধিকবার।