৯ সেপ্টেম্বর, ২০২৪

উল্লাপাড়ায় সাবেক সাংসদ তানভীর ইমামসহ ২’শ জনের বিরুদ্ধে মামলা

উল্লাপাড়ায় সাবেক সাংসদ তানভীর ইমামসহ ২’শ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্য বিরোধী ও সরকার পতন আন্দোলনকারী শিক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে মারপিটের অভিযোগ এনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমাম, উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম ও আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ প্রায় ২শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিত শিক্ষার্থী শামীম রেজার বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে রোববার উল্লাপাড়া মডেল থানায় হত্যা চেষ্টার এই মামলাটি করেন।

প্রধান আসামী সাংসদ তানভীর ইমাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে। মামলায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আসামী করা হয়েছে। উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া মহল্লার বাসিন্দা শফিকুল ইসলামের করা এই মামলায় ৫০ জনের নামে এবং ১৫০ জন অজ্ঞাত ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে। 

মামলার বয়ানে বাদী শফিকুল ইসলাম বলেন, তার ছেলে শামীম রেজা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রীয়ভাবে অংশগ্রহন করে। গত ০৭ আগষ্ট তিনি উল্লাপাড়া পুরাতন বাসস্ট্যান্ডে সরকারি আকবর আলী কলেজের প্রধান ফটকের সামনে দাড়িয়ে ছিলেন। এসময় ১ নম্বর আসামীর নির্দেশে অপর নামীয় আসামীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে শামীমকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক পেটায় এবং শরীরের বিভিন্ন স্থানে কোপায়। এতে গুরুতর আহত হন শামীম।

প্রথমে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানে শামীমের অবস্থা আরো খারাপ হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে ১২ দিন চিকিৎসার পর শামীম কিছুটা সুস্থ হয়েছেন। বাদী তার ছেলের হত্যা চেষ্টায় জড়িত আসামীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। 

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান থানায় উল্লাপাড়ার সাবেক সাংসদসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের নামে দায়ের করা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।