৭ সেপ্টেম্বর, ২০২৪

উল্লাপাড়ায় গণঅধিকার পরিষদের আয়োজনে সম্প্রীতি সমাবেশ ও র‌্যালী

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গণঅধিকার পরিষদের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ৩ টার দিকে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করা সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সম্প্রীতি সমাবেশে গণঅধিকার পরিষদের উল্লাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার শামীম হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মমিন ফয়সাল, যুগ্ম সদস্য সচিব গোলাম মোস্তফা খাঁন জয়,  ইঞ্জিনিয়ার কাওসার হোসেন,  জেলা যুব অধিকার পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জব্বার রাহাদ, জেলা প্রচার প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শহিদুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি শাহারিয়ার আলম,  উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফিরোজ মাহমুদ প্রমুখ।

 আলোচনা সভা শেষে ভিপি নূর এর সদ্য রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ায় রাজনৈতিক দল গণঅধিকার পরিষষদের নেতাকর্মীরা শহরে আনন্দ র‌্যালী বের র‌্যালীটি উল্লাপাড়া শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে  প্রেসক্লাবে এসে শেষ হয়।